হৃদপিন্ড নির্যাতন বন্ধ করুন, সুস্থ থাকুন

সুস্থ্য হৃদপিন্ডের জন্য নির্দেশিকা

১। শরীরের ওজন ঠিক রাখুন

প্রতি ১০% অতিরিক্ত ওজন হ্রাসের সাথে ৭.৬% ক্ষতিকর চর্বি (খউখ) ও ১৫% হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। প্রতি ১০ কেজি ওজন হ্রাসের জন্য ৫-২০ সসঐম সিষ্টোলিক রক্তচাপ হ্রাস পায়।

শরীরের ওজন ৬০ কম ও অত্যান্ত হালকা কাজ করেন এমন ব্যক্তি নিুের খাদ্য তালিকা অনুসরণ করুনঃ দৈনিক ক্যালরি চাহিদা ও কাঙ্খিত ওজন অনুযায়ী খাদ্যের পরিমান বাড়াতে পারেন-

সুহৃদ খাবার তালিকা (Heart Healthy Diet)

চর্বি- ১৬১ গ্রাম, আমিষ- ৭২ গ্রাম, শর্করা- ২৫৭ গ্রাম,

কোলেস্টরল- ৩০০ মি. গ্রামের নিচে (১৮১০ কিলোক্যালারী)

সকালের নাস্তা

খাবার পরিমাণ

শুকনা রুটি/পাউরুটি ৭৫গ্রাম/ছোট ৩টা (৬-৭ ইঞ্চি) ২১০ কিঃক্যালরী

ডিম (কুসুম ছাড়া) ছোট ১টা একদিন পরপর ২০কিঃক্যালরী

সবজী ১ কাপ/পরিবর্তে ১/২ কাপ ঘন ডাল ৩০কিঃক্যালরী

চা ১ কাপ, দুধ (সামান্য চিনি) ৩০কিঃক্যালরী

সকাল ১১.০০ টা

খাবার পরিমাণ কিঃক্যালরী

মৌসুমী ফল বড়-১টা ১০০

বিস্কুট ১-২টা ৩০

চা ১ কাপ ৩০

দুপুরের খাবার–

খাবার পরিমাণ কিঃক্যালরী

ভাত ১০০ গ্রাম/ ২.৫ কাপ ৩৫০কিঃক্যালরী

মাছ/মাংস ৬০ গ্রাম/ ছোট দুই টুকরা ৩০কিঃক্যালরী

শাক-সবজি ১ কাপ ২০কিঃক্যালরী

সালাদ (টমেটা, শশা, গাজর) আধা কাপ ৩০কিঃক্যালরী

ডাল ২৮ গ্রাম/ ১ কাপ মাঝারী ঘণ ৮০কিঃক্যালরী

বিকাল ৫.০০ টা –

খাবার পরিমাণ ক্যালরী

এগ নুডুল্স ১ কাপ ২০০কিঃক্যালরী

চা ১ কাপ, দুধ ছাড়া (কম চিনি) ৩০কিঃক্যালরী

অল্প কিছু ফল – ২০কিঃক্যালরী

রাতের খাবার–

খাবার পরিমাণ কিঃক্যালরী

ভাত/ রুটি ১০০ গ্রাম/ ২.৫ কাপ বা ৩-৪ টা রুটি ৩৫০কিঃক্যালরী

মাছ/মুরগী/ডাল ৬০ গ্রাম, ছোট দুই টুকরা বা ডাল

১ কাপ মাঝারী ঘণ ৮০কিঃক্যালরী

শাক-সবজী ১ কাপ ৩০কিঃক্যালরী

দুধ (সর ছাড়া) ২৫০ মিলি/বড় ১ কাপ ৮০কিঃক্যালরী

যে সকল খাবার গ্রহণ করবেন ও বর্জন করবেন

যা গ্রহণ করবেন

যা বর্জন করবেন

২। নিয়মিত পরিমিত ব্যয়াম করুন-

দ্রুত হাটা, জগিং (এক জায়গায় দৌড়ান), সাতার কাটা, সাইকেল চালানো, বাগান করা, ইত্যাদি অ্যারোবিকস এর অšতর্গত। হার্টের জন্য আরোবিকস সব থেকে ভাল ব্যায়াম।
এ ছাড়া যে কোন কর্মতপরতা যাতে হৃদপিন্ড; ফুসফুস দীর্ঘক্ষণ ধরে ব্যবহৃত হয় সেগুলো এই ব্যায়ামের মধ্যে পড়ে।
অ্যারোবিকস এ ৬৩-৬৮ Kg ওজনের একজন ব্যাক্তির প্রতি ৩০ মিনিটে ২৪৬ ক্যালরি ব্যায় হয়। দৈনিক ৩০-৬০ মিনিট অ্যারোবিকস এর অভ্যাস করুন।

৩। সঠিক জীবন-যাপন পদ্ধতি মেনে চলুন –

ক) ধুমপান এ ক্ষুনি বর্জন করুন। প্রকাশ্যে ধুমপান একটি অসভ্যতা ও অভদ্রতার পরিচয় বহন করে ও অন্যের ক্ষতি করে। নিজেকে অভদ্র প্রমাণ করবেন না, অন্যের ক্ষতিকরার অধিকার আপনার নেই।
খ) সাদা পাতা, জর্দা, দোক্তা, গুল খাবেন না, মদ্যপান পরিহার করুন।
গ) আবেগ, উত্তেজনা, দুঃচিšতা পরিহার করুন।
ঘ) হাসি খুশি থাকুন, প্রার্থনা করুন, হিংসা, পরশ্রীকাতরতা ও অন্যকে ঠকানোর বুদ্ধি বা চিন্তা পরিহার করার চেষ্টায় থাকুন।
ঙ) শিশু; বন্ধুবান্ধব, স্ত্রী সন্তানদের সাথে নিয়মিত সময় কাটান।
চ) দুই বছরের অধিক জন্ম নিরোধন এবং করটিসন জাতীয় ঔষধ সেবন করবেন না।
ছ) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি রোগের সঠিক সময়ে সঠিক চিকিৎসা করান।
জ) মনোবিজ্ঞানীরা প্রতিযোগীতা মূলক মনোভাব সম্পন্ন, উচ্চাকাংখী, সদা সর্তক, বেশী কাজের চাপ ও সামাজিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে Type ‘A’ personlity (ব্যক্তিত্ব) সম্পন্ন মানুষ হিসাবে চিহ্নিত করেছেন। এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বেশী হৃদরোগে ভুগেন। ব্যক্তিত্ব বজায় রেখে দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন হৃদরোগ থেকে মুক্ত থাকুন।

ডাঃ টি আই খান ওয়াসিম

হৃদপিন্ড নির্যাতন বন্ধ করুন, সুস্থ থাকুন